করোনার কারণে বাংলাদেশি হজকর্মী নিয়োগ প্রক্রিয়া স্থগিত

0
952

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ চলতি বছরে হজ মৌসুমে মক্কা, মদিনা মনোয়ারা এবং জেদ্দার জন্য স্থানীয়ভাবে অস্থায়ী বাংলাদেশি হজকর্মী নিয়োগ পরীক্ষা সাময়িক স্থগিত করেছে জেদ্দা বাংলাদেশ হজ অফিস।

আজ শনিবার মক্কা বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান দৈনিক আমাদের সময়কে এ খবর নিশ্চিত করেন।

মাকসুদুর রহমান বলেন, ‘করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা ও কারফিউর কারণে যেসব প্রবাসী বাংলাদেশিরা আবেদন করেছিলেন তাদের সাক্ষাৎকার নির্ধারিত তারিখে গ্ৰহণ করা যাচ্ছে না। তাই বাংলাদেশ থেকে হজকর্মী নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করা হলো।’

আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সাক্ষাৎকারের তারিখ ও সময় পুনঃনির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট সবাইকে তা বিজ্ঞপ্তি ও মোবাইলে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মাকসুদুর রহমান।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে গতকাল শুক্রবার পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৫। সুস্থ হয়ে উঠেছেন ৩৫১ জন ও আক্রান্ত আছেন ২ হাজার ৩৯ জন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসময়সীমা বাড়লো গণপরিবহন বন্ধের
পরবর্তী নিবন্ধমৃতদেহ পোড়ানোর চেয়ে কবর দেওয়া উত্তম: বিশ্ব স্বাস্থ্য সংস্থা