অর্থ: এই কালো জিরা ‘সাম’ ছাড়া সব রোগের ঔষধ। (আয়েশা রা. বলেন) আমি বললামঃ ‘সাম’ কী? তিনি বললেনঃ মৃত্যু। (বুখারী-৫৬৮৭)।
মোটকথা এই কালো কালোজিরা মৃত্যু ব্যতীত প্রতিটি রোগেরই ঔষধ। অন্য কোন চিকিৎসা গ্রহণ করতে না পারলেও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে চিকিৎসা দিয়েছেন তা নিঃসন্দেহে সব ধরনের রোগের জন্য উপকারী। অতএব চলমান পরিস্থিতিতে কালোজিরা খাওয়ার এ চিকিৎসা আমরা গ্রহণ করতে পারি। কালোজিরা ছাড়াও আরেকটি মহা ঔষধের নাম হল মধু, যার কথা কুরআন-হাদীসে বর্ণিত হয়েছে।
আল্লাহ তাআলা বলেন: يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاسِ অর্থ: মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের শরাব (মধু) বের হয়, তাতে রয়েছে মানুষের আরোগ্য (ছূরা নাহল-৬৯)।
এ আয়াত থেকে প্রমাণিত হয় যে, মধু পান করা যে কোন রোগের জন্য উপকারী। এছাড়া গরুর দুধ সেবন করা যায়। হযরত ইবনে মাসউদ রা. থেকে সহীহ সনদে বর্ণিত আছে যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
عَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ ، فَإِنَّهَا ترُمُّ مِنْ كُلِّ الشَّجَرِ ، وَهُو شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ
অর্থ: তোমাদের জন্য গরুর দুধ গ্রহণ করা উচিৎ কেননা তা বিভিন্ন গাছ (ঘাস) থেকে তৈরি আর তা সকল রোগের ঔষধ। (মুসতাদরাকে হাকেম-৮২২৪)
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, গরুর দুধের মধ্যে রোগ নিরাময়ের গুণ রয়েছে। সুতরাং রোগ থেকে আরোগ্য লাভের জন্য গরুর দুধ পান করা যেতে পারে।
Allah ho akbar