ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সৈন্যরা দক্ষিণ পশ্চিম তীরের শহর বেত লাহামের নিকটবর্তী একটি সামরিক নিরাপত্তা চৌকিতে বুধবার একটি ফিলিস্তিনি গাড়িতে গুলি চালিয়েছে বলে আল-জাজিরার ২২ এপ্রিল প্রতিবেদনে উঠে আসে।
উক্ত ঘটনায় সেই গাড়ির চালক ইব্রাহিম হালসা ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেছেন। তাঁর লাশ মাটিতে পরেছিলো পরে সন্ত্রাসী ইসরায়েল লাশটি নিয়ে যায়।
ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে দখলকৃত পশ্চিম তীরে হালসার গ্রামে ও বাড়িতে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে দুটি ফিলিস্তিনি বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং তার বাবা-মাকে গ্রেফতার করে নিয়ে গেছে।
ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী দাবী করেছে যে, ”ফিলিস্তিনি ব্যক্তিটি তার গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে প্রবেশ করে এবং একজন সেনাকে ছুরিকাঘাত করে।
নিরপরাধ মুসলিম ব্যাক্তিটিকে ঠুনকো অজুহাতে শহীদ করা হয়। দাবী করা হয় হালসা দখলদার ইহুদি সেনাকে ছুরিকাঘাত করেছে অথচ ইহুদি সেনার কিছুই হয়নি। উল্টো হালসার মা-বাবাকে গ্রেফতার করে নিয়ে যায়। এমন বর্বর জুলুমে ফিলিস্তিনিরা হতবাক।