রংপুরে ওসি করোনা পজিটিভ, থানা লকডাউন

0
882
রংপুরে ওসি করোনা পজিটিভ, থানা লকডাউন

রংপুরে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। বিষয়টি জানার পর পরই থানা লকডাউন করা হয়েছে।

গতকাল রোববার ওসির করোনা শনাক্তের বিষয়টি জানা যায়। তবে ওসির করোনা শনাক্তের পর থানার কার্যক্রম পাশের ভিকটিম সাপোর্ট সেন্টার ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। খবর: আমাদের সময়

বিষয়টি নিশ্চিত করে রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ‘রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির করোনা পজেটিভ এসেছে। কোতয়ালী থানাটি আপাতত লকডাউন থাকবে। থানার কাজকর্ম আপাতত পাশে দুটি ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানার ওসিও রয়েছেন। তবে ওসির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআনসার গাজওয়াতুল হিন্দের নায়েবে আমীর ও দুই সাথীর শাহাদাত সম্পর্কে বিবৃতি
পরবর্তী নিবন্ধবেতন ভাতার দাবিতে বনানীতে পোশাক শ্রমিকদের অবরোধ