মুরতাদ কাবুল সরকারের নিয়ন্ত্রিত কান্দাহারে ২টি সফল অভিযান পরিচালনা করেছেন তালেবান মুজাহিদিন।
গত ২০ জুলাই রাত ১টার সময় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের “তাখতাপুল” জেলার মাকিয়ান এলাকায় মুরতাদ কাবুল সরকারি বাহিনীর একটি চেকপোস্টে সফল হামলা চালিয়েছেন তালেবান মুজাহিদিন। এতে মুরতাদ কাবুল সরকারি বাহিনীর ১২ সেনা সদস্য নিহত হয়েছে, যার ফলে মুজাহিদগণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন সামরিক পোস্টটি।
একই রাতে প্রদেশের দামিল এলাকায় অবস্থিত মুরতাদ বাহিনীর অন্য একটি চেকপোস্টে হামলা চালিয়ে তা বিজয় করে নেন তালেবান মুজাহিদিন। এসময় মুজাহিদগণ এক সৈন্য বন্দী করার পাশাপাশি ৪ সেনাকে হত্যা করেছেন।
তালেবান মুখপাত্র ক্বারী মুহাম্মদ ইউসুফ আহমাদী হাফিজাহুল্লাহ্ জানান যে, বিজয়ের পর উভয় চেক-পোস্টের সমস্ত ছোট বড় অস্ত্র মুজাহিদিন গনিমত লাভ করেছেন। আলহামদুলিল্লাহ্