ঈদের নামাজে বাধা দিতে মসজিদে ইব্রাহিমে তালা দিয়েছে সন্ত্রাসী ইসরাইল। বার্তা সংস্থা ডকুমেন্টিং অপরেশন এগিনেস্ট মুসলিম এর বরাতে জানা যায়, সকালে অবরুদ্ধ পশ্চিম তীরের হেব্রন শহরে মসজিদ ইব্রাহিমে ঈদের নামাজ পড়তে বাধা দেয় সন্ত্রাসী ইসরাইলের সেনাবাহিনী।
মুসল্লিরা সকালে মসজিদে নামাজ পড়তে আসলে ইসরাইলের সেনাবাহিনী বাধা দেয়। পরে মসজিদে দরজায় তালা লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। ফলে মসজিদে নামাজ পড়তে না পেরে মসজিদের বাহিরে নামাজ আদায় করেন মুসল্লিরা।