দখলদার রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী সেনাবাহিনী বাড়িঘর ভেঙে জায়গা দখল করে নিয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের গুহার বসবাস করছে অনেক ফিলিস্তিনি মুসলিমরা।
তাদের মধ্যে মনজের আবু আররাম একজন। তিনি গতো এক বছর ধরে চার সন্তান ও স্ত্রীকে নিয়ে পশ্চিম তীরে একটি পাহাড়ের গুহায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে।নতুন করে বাড়ি তৈরির অনুমতিও পাচ্ছেনা তিনি। এই জন্যে নিরুপায় হয়ে পাহাড়ের গুহায় বসবাস করছেন তারা।
৪৮ বছর বয়সী চার সন্তানের পিতা আবু আররাম বলেন, “এখানে খাবার পানি ও বিদ্যুতের সুবিধা নেই।খুব কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছি। ”
তিনি কান্না জড়িত কন্ঠে আরো বলেন, “ইসরাইলের সন্ত্রাসীরা আমার বাড়ি পূণঃনির্মাণের অনুমতি দিতে অস্বীকার করেছে।সবসময় ভয় ও আতংকের মধ্যে বেঁচে আছি।আমার সন্তানরা যেকোন সময় সাপ-বিচ্ছুর দংশনের শিকার হতে পারে।
অপরদিকে, সামিরা আল জাবরিনের পরিবার হেব্রনের একটি পাহাড়ি গুহায় বসবাস করেন।বুলডোজার দিয়ে তার বাড়িটি তিনবার ভাঙা হয়েছিল।তিনি বলেন, বাড়িতে অবস্থানকালে প্রতিনিয়ত ইহুদিদের হামলার শিকার হতে হয়েছে।
এমন অসংখ্য মুসলিম পরিবার রয়েছেন যারা সন্ত্রাসী ইসরাইলের বর্বরতায় মানবেতর জীবনযাপন করছেন।
সূত্র :ইনসাফ টোয়েন্টিফোর ডটকম।