কাদা মেখে শাঁখ বাজিয়ে করোনা দূর করার দাবি নির্বোধ বিজেপি নেতার

0
592
কাদা মেখে শাঁখ বাজিয়ে করোনা দূর করার দাবি নির্বোধ বিজেপি নেতার

শরীরে কাদা মেখে, শাঁখ বাজিয়ে নভেল করোনাভাইরাসের মতো রোগের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করা যায় বলে দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি সুখবীর সিং জাউনাপুরিয়া। নিজে এমন কাজ করে ফেইসবুকে ভিডিও পোস্ট দিয়েছেন রাজস্থানের সাওয়াই মধুপুরের এই রাজনীতিবিদ।

ভিডিওতে দেখা গেছে, তিনি সারা শরীরের কাদা মেখে শাঁখ বাজাচ্ছেন। বলছেন, ‘এই সময় কিডনি ও ফুসফুসের কার্যকারিতা যাচাই করা দরকার। আর তাই শাখ বাজাতে হবে।’

তার দাবি, ‘করোনার বিরুদ্ধে লড়তে হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আর ওষুধ খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। বাড়াতে হবে প্রাকৃতিক উপায়ে।’

‘বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়তে হবে। কাদায় বসে পড়তে হবে। সাইকেল চালাতে হবে। শাঁখ বাজাতে হবে। দেশি খাবার খেতে হবে। তাহলেই আর ওষুধ খেতে হবে না।’

যারা এসব করতে ভয় পান তাদের তিনি সাওয়াই মধুপুরে আমন্ত্রণ জানিয়েছেন, ‘আমি নিজে তাদের সঙ্গে কাদায় নেমে পড়ব। বৃষ্টিতে ভিজব।’

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার ভারতীয়দের নেপাল প্রবেশে কড়াকড়ি
পরবর্তী নিবন্ধকাশ্মীর | মালাউনদের কনভয়ে স্বাধীনতাকামীদের হামলা, নিহত ২ পুলিশকর্মী, আহত এক