পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদা মুজাহিদদের নিয়ন্ত্রিত অঞ্চলে কয়েকটি অভিযান চালিয়েছিলো খারেজী গোষ্ঠী আইএসের সদস্যরা, এসকল অভিযানের মাধ্যমে আইএস সদস্যরা বেশ কয়েকজন বেসামরিক মুসলিমকে হত্যা করেছিলো।
যার ফলে গত জুলাই মাসের শেষ দিকে আল-কায়েদা মুজাহিদগণ আইএসদের বিরুদ্ধে মালিতে অভিযান পরিচালনা করতে বাধ্য হন। এরপর মাত্র ১৯ দিনের অভিযানে মুজাহিদগণ আইএস সন্ত্রাসীদের প্রকাশ্য সকল ঘাঁটি মালি থেকে গুড়িয়ে দেন, হত্যা করেন শতাধিক আইএস সন্ত্রাসীকে। এরপর আইএসদের গোপন আস্তানাগুলোতেও মুজাহিদগণ চিরুনি অভিযান চালিয়ে হত্যা, আহত ও বন্দী করেছিলেন আরো কয়েক শতাধিক সন্ত্রাসীকে। বাকি আইএস সদস্যরা তখন মালি ছেড়ে বুর্কিনা-ফাসো ও নাইজার সীমান্তে পলায়ন করে। তখন মুজাহিদগণ বুর্কিনা-ফাসো ও নাইজারেও অভিযান চালাতে শুরু করেন।
এর ধারাবাকিতায় ২৪ আগস্ট নাইজার সীমান্তে পালিয়ে থাকা আইএসদের একটি গোপন আস্তানায় হামলা চালান মুজাহিদগণ। যার ফলে ৬ আইএস সন্ত্রাসী নিহত হয় এবং আহত হয় আরও ৩ আইএস সদস্য। ধ্বংস করা হয়েছে তাদের একটি গাড়িও।