সোনার বার গায়েব করলেন থানার ওসি

0
735
সোনার বার গায়েব করলেন থানার ওসি

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার সেই ওসির বিরুদ্ধে এবার সোনার বার গায়েবের অভিযোগ উঠেছে। তাঁর সঙ্গে থানার এক উপপরিদর্শকও (এসআই) এ ঘটনায় জড়িত বলে অভিযোগ।

ওসি নিবারণ চন্দ্র বর্মণ ও এসআই আব্দুল মতিন চারটি সোনার বারসহ দুজনকে আটকের পর দুটি সোনার বার জব্দ তালিকায় উল্লেখ করে তাঁদের আদালতে পাঠিয়েছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। তবে তাঁরা দুজনই এ অভিযোগ অস্বীকার করেছেন।

ভুক্তভোগীরা জানান, প্রায় আড়াই বছর পর কাতারের দোহা থেকে বাড়ি ফিরছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর গ্রামের আজিজুল ইসলাম ও ফারুক হোসেন। গত ১ অক্টোবর ইউএস-বাংলার বিএস-৩৩৪ নম্বর ফ্লাইটে সকাল ৮টায় শাহজালাল বিমানবন্দরে নামেন তাঁরা। সেখান থেকে বাসে চাঁপাইনবাবগঞ্জে ফিরছিলেন। দুজনের কাছে দুটি করে সোনার বার ছিল। কিন্তু রাজশাহী শহরের বর্ণালীর মোড় এলাকায় আসার পর বাস থেকে তাঁদের নামিয়ে নেন এসআই মতিন।

এ ঘটনায় তিনি বাদী হয়েই দুই প্রবাসীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তিনি দাবি করেছেন, আজিজুল ও ফারুকের দেহ তল্লাশি করে দুটি সোনার বার পাওয়া গেছে, যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। কালের কন্ঠ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালি | বন্দী বিনিময় প্রক্রিয়া অনুসারে মুক্তি পেলেন ২০৬ জন মুজাহিদ
পরবর্তী নিবন্ধট্রাফিক পুলিশের চাঁদাবাজি, প্রতিবাদে আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ