কুড়িগ্রাম সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

1
1075
কুড়িগ্রাম সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাঁশজানী সীমান্ত থেকে বাংলাদেশি এক ব্যবসায়ী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তসন্ত্রাসী বাহিনী বিএসএফ।

রবিবার সকালে পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী সীমান্তে এ ঘটনা ঘটে।

পাথরডুবি ইউনিয়নের ইউপি সদস্য এরফান আলী জানান, বাঁশজানী গ্রামের মৃত করিমের ছেলে শিপন মিয়া (২৮) ভারতের দীঘলটারী সীমান্তে প্রবেশ করেন। এসময় ভারতীয় দীঘলটারী সীমান্তের বিএসএফ ক্যাম্পে টহলরত সদস্যরা শিপনকে ধরে নিয়ে যায়।

আটককৃত শিপন পেশায় একজন অটোরিকশা চালক।
এ ব্যাপারে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, শিপনকে বিএসএফ ভারতের অভ্যন্তরে আটক করেছে।
বিডি প্রতিদিন

১টি মন্তব্য

  1. বাংলাদেশ আমার অহংকার র্্যাব গ্রেফতার হয়েও ছাড় পেলনা এখনো বন্দি আছে ভারতের মেলুদের কাছে
    আর জনসাধারন তো ধরার ছোওয়ার বাহিরে
    আহ সোনার স্বেদিন বাংলা

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ার মুরতাদ সরকারের থেকেও অধিক রাজস্ব পায় আশ-শাবাব
পরবর্তী নিবন্ধতিস্তা বাচাঁতে দুই তীরে দীর্ঘ মানববন্ধন