ইহুদিদের বুলেট কেড়ে নিলো আরো ৩ ফিলিস্তিনির প্রাণ

2
1014
ইহুদিদের বুলেট কেড়ে নিলো আরো ৩ ফিলিস্তিনির প্রাণ

দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

ওয়াফা নিউজ জানিয়েছে, গতকাল (১ নভেম্বর) আল খলিল বা হেব্রন শহরের উত্তরে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।

এছাড়া দখলদার ইসরাইলি বাহিনী আল-খলিল শহরের উত্তরে আল-আরুব শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। পশ্চিম তীরের নাবলুসেও হামলার ঘটনা ঘটেছে। সেখানে আমজাদ আলিওভি নামের একজন কারাবন্দীর বাড়িতে হানা দেয় রক্তপিপাসু ইসরায়েলি সেনারা।

পূর্ব বায়তুল মুকাদ্দাস এলাকা থেকেও ফিলিস্তিনিদের ওপর হামলার খবর পাওয়া গেছে। এর ফলে ওই এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

সন্ত্রাসী ইসরায়েল সম্প্রতি গাজায় হামলা বৃদ্ধির পাশাপাশি ফিলিস্তিনের অন্যান্য এলাকাতেও হামলা বাড়িয়ে দিয়েছে। গাদ্দার আরব আমিরাত, বাইরাইন ও সুদান দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর থেকে ইসরায়েলি আগ্রাসন বেড়েই চলেছে।

2 মন্তব্যসমূহ

  1. মডারেট হেইআতু তাহরিরুশ্শাম ও বলে ঐ তুরষ্কের সাথে চুক্তি করছে বাহিরে কোন দেশে আক্রমন করবেনা মানে ওরাও ঐ আশপাশের তাগুতদের সাথে মিলে সিরীয়াকেও
    তাগুতদের অনুগত একটি রাষ্ট্র বানাইতে চায়
    এব্যাপারে হক্কানি মুজাহিদদের মিডিয়ার সাইট গুলো থেকে কিছু বক্তব্য পাওয়াগেল সেখানে তাহরীরের জাউলানির গাল ভরা চাপাকে অন্য মুজাহিদিনগন প্রত্যাক্ষান করছেন এভাবে তুমরা কুদস একরাতে স্বাধিন করবা জমহুরে তাহরীর এ সিরীয়া? অথচ তোমাদের জেলখানা গুলো নেক্কার মুজাহিদে ভরা এবং তাদের রক্তে
    তোমরা হাত রঞ্জিত করছ فاين هم واين انتم يا تحرير

  2. আল্লাহ তায়ালা তাদের সকলকে হেফাজত করুন আমীন…..!
    আজকে আমাদের মুসলিম রাষ্ট্র গুলো আল কুদ্স এবং ফিলিস্তিনী ভাইদের সাথে যেই পরিমাণ গাদ্দারী করেছে…..!তা কখনোও ক্ষমার যুগ্য নয়…আল্লাহ এসব ত্বাগুত গোষ্ঠী গুলোকে কখনোও এভাবে ছেড়ে দোবেন না…!!আজ না হয় কাল তারা তাদের সঠিক প্রাপ্য পাবেই পাবে…..ইনশাআল্লাহ!
    কারন আল্লাহ তায়ালা বান্দাদের ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না……!!
    বিশেষ করে এরদোগান নামক কাল সাপটাকে ভালোভাবে ধরা দরকার….এজন্য মুজাহিদ ভাইদের প্রতি আমার আরজ হলো এ কাল সাপটাকেও তার প্রাপ্য বুঝিয়ে দেয়া…..আল্লাহ আমাদের সকলকে কবুল করুণ আমীন ইয়া রাব্বাল আলামীন…..!!

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | ৫০ কাবুল সৈন্যের তালেবানে যোগদান, ২৪টি চেকপোস্ট বিজয়
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস সংবাদ সমগ্র || অক্টোবর, ২০২০ঈসায়ী ||