মৃত মানুষরাও ভোট দিয়েছে মার্কিন নির্বাচনে

3
1340
মৃত মানুষরাও ভোট দিচ্ছেন মার্কিন নির্বাচনে

বিশ্বের অন্যতম প্রেসিডেন্ট নির্বাচনে মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছে।  গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু সময় পর এ কথা জানা যায়।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়ক পোস্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য দেয়। গণমাধ্যমটি জানায়, আগাম ভোটে মেইলের ব্যবহার রাখা হয়েছিল। অবাক করার মতো ব্যাপার হচ্ছে- মেইলে মৃত মানুষের ভোটও পেয়েছে নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ড।

নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ড জানিয়েছে, স্ট্যাটেন আইল্যান্ড কাউন্টি থেকে ২০১২ সালে মারা যাওয়া এক ব্যক্তির ভোট পেয়েছে তারা। ফ্রান্সিস রেকশ নামে ওই ব্যক্তি ১৯১৫ সালে জন্মগ্রহণ করেছিল। সে একজন রেজিস্টার্ড ডেমোক্র্যাট ছিল। ৬ অক্টোবর মেইলের মাধ্যমে তার ভোট আসে। ইলেকশন বোর্ড ৮ অক্টোবর সেই ভোট বৈধ হিসেবে নিবন্ধনও করে।

২০১৬ সালের ৪ জুলাই মৃত্যু হয় গেরট্রুড নিজারে নামে এক ভোটারের। অথচ গত ৯ অক্টোবর ভোট দিয়েছে। ইলেকশন বোর্ড তার ভোট বৈধ হিসেবে নিবন্ধন করে ২৫ অক্টোবর।

এমন বেশ কয়েকটি ভোট পড়ায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ডের উপর। ফলে চাপে রয়েছে ভোট গ্রহণের সংস্থাটি।

আমাদের সময়

3 মন্তব্যসমূহ

Leave a Reply to amjadalhindi প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরবের স্বৈরশাসকদের কয়েদখানাগুলো ভরে উঠছে উম্মাহর শ্রেষ্ঠ সম্পদে
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস নিউজ বুলেটিন || নভেম্বর ১ম সপ্তাহ, ২০২০ঈসায়ী ||