আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের দাশ্ত-আরচি জেলা বিজয় করে নিয়েছেন ইমারতে ইসলামিয়ার জানবাজ তালেবান মুজাহিদিন।
শামশাদ ও আযম টিভির বরাতে জানা গেছে, কুন্দুজে নিয়োজিত কাবুল সরকারের প্রাদেশিক কাউন্সিলর ঘোষণা করেছে যে, এই প্রদেশের দাশ্ত-আরচি জেলাটি তালেবানরা ইতিমধ্যে নিজেদের দখলে নিয়েছে।
প্রাদেশিক কাউন্সিলর প্রধান মোহাম্মদ ইউসুফ আইয়ুবি ‘আফগান নিউজ’কে দেওয়া এক স্বাক্ষাতকারে জানিয়েছে যে, জেলাটির প্রধান বাজার, জেলা কেন্দ্র এবং অন্যান্য সুরক্ষিত এলাকায় তালিবানরা সকাল বেলায়ই পৌঁছে গিয়েছিল। তাঁরা পুলিশ সদর দফতর নিয়ন্ত্রণে নিয়েছে।
তালেবান সমর্থক একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে যে, মুজাহিদগণ গত দুদিন ধরে জেলার সুরক্ষা পোস্টগুলিতে বিক্ষিপ্তভাবে হামলা চালিয়ে আসছিলেন, সর্বশেষ মুজাহিদগণ ১৬ নভেম্বর সকাল ৯:৪০ মিনিটের সময় জেলাটির সকল গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনা নিজেদের দখলে নিয়েছেন।
এদিকে, কাবুল সরকারের নিয়োজিত কুন্দুজ গভর্নরের এক মুখপাত্র তালেবান মুজাহিদদের হাতে জেলাটির পতনকে অস্বীকার করেছে, সে বলছে যে, এখনো সেখানে যুদ্ধ চলছে, কাবুল সরকার নতুন একটি সামরিক বাহিনীর জেলাটিতে পাঠিয়েছে।
উল্লেখ্য যে, দাশ্ত-আরচি জেলার রাজধানী দখলে অতীতে তালেবান মুজাহিদিন ও মুরতাদ কাবুল সরকারের মধ্যে বেশ কয়েকটি বড়ধরণের যুদ্ধ হয়েছিল, সেসময়ই তালেবান মুজাহিদিন রাজধানীর কেন্দ্র ব্যতীত সমস্ত অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিলেন।
Subhanallah