ঢাকার সাভারে এক নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে পূর্ব রাজাশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, আজ বেলা ১১টার দিকে পূর্ব রাজাশনের সাইজুদ্দিন মিয়ার বাড়ির পাশে নবজাতকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন ওই বাড়ির ভাড়াটে রমজান আলী।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) তাহমিদুল ইসলাম বলেন, নবজাতকের মাথা পড়ে ছিল বাড়ির উত্তর পাশে আবর্জনার মধ্যে আর দেহ ছিল ৪০ ফুট দূরে বাড়ির পূর্ব পাশে। আকার দেখে মনে হয়েছে, নবজাতকের বয়স এক থেকে দুই দিন। প্রথম আলো
ওহ আল্লাহ 😥 এগুলো কিভাবে সম্ভ,,,,, ⁉⁉⁉⁉