ভারতের অন্ধ্রপ্রদেশে অজ্ঞাত একটি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই শতাধিক রোগী।
এদের মধ্যে একজন মারা গেছে। ঠিক কী কারণে এত মানুষ অসুস্থ হচ্ছে, সে বিষয়ে প্রশাসন তদন্তে নেমেছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও বিবিসির।
রাজ্যের পশ্চিম গোদাবরি জেলার ইলুরু শহরে এ ঘটনা ঘটেছে। ২২৮ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তারা ইলুরু শহরের বিভিন্ন অংশের বাসিন্দা। তাদের মধ্যে পাওয়া লক্ষণগুলো কিছুটা মৃগী রোগের মতো।
প্রাথমিক চিকিৎসার পর ৭০ জন রোগীকে ছেড়ে দেয়া হয়েছে। অনেকের এখনও চিকিৎসা চলছে। আক্রান্তদের অধিকাংশই বৃদ্ধ ও শিশু। ছয় বছরের এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিজয়াওয়াদা শহরে পাঠানো হয়েছে।
চিকিৎসক দল ইলুরু শহর পরিদর্শন করেছে এবং তারা আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষায় সব কিছুই স্বাভাবিক পাওয়া গেছে।
অনেকেই ১০-১৫ মিনিট পর সুস্থ হচ্ছেন। করোনাভাইরাস পরীক্ষায় কেউ-ই কোভিড পজিটিভ নন।
আবার সিটিস্ক্যানেও কিছু ধরা পড়েনি। শুধু তাই নয়; আক্রান্ত হচ্ছে আট থেকে আশি-সবাই। তবে এটি কোনো ভাইরাল ইনফেকশন হতে পারে।