মাসিক রিপোর্ট | তালেবানের কাছে ১৩৪৬ কাবুল সরকারি কর্মকর্তার আত্মসমর্পণ

1
687
মাসিক রিপোর্ট | তালেবানের কাছে ১৩৪৬ কাবুল সরকারি কর্মকর্তার আত্মসমর্পণ

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান প্রতি মাসে কাবুল সরকারি কর্মকর্তাদের আত্মসমর্পণের বিষয়ে একটি মাসিক প্রতিবেদন প্রকাশ করে থাকে, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, গত ডিসেম্বর মাসে ১৩৪৬ জন সরকারী কর্মকর্তা তালেবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছেন।

তালেবান কর্তৃক জারি করা বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলির সত্যতা উপলব্ধি করার পর গত মাসে কাবুল প্রশাসনের এসব কর্মকর্তারা তালেবান মুজাহিদদের সাথে যোগ দিয়েছিলো। এসময় সামরিক কর্মকর্তারা বিভিন্ন ধরণের অস্ত্র, রেডিও, যানবাহন ও গোলাবারুদ মুজাহিদদের কাছে হস্তান্তর করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইমারতে ইসলামিয়ার দাওয়াহ্ বিভাগের নেতৃস্থানীয় মুজাহিদগণ কাবুল বাহিনী হতে তালেবান মুজাহিদদের সাথে যোগদানকারী এসব সদস্যদের স্বাগত জানিয়েছেন, তাদেরকে পুরষ্কার ও আর্থিক সহায়তাও দিয়েছেন মুজাহিদগণ।

লক্ষণীয় যে গত কয়েক মাস যাবৎ, তালেবানরা প্রতি মাসে হাজারেরও অধিক সরকারী কর্মকর্তার আত্মসমর্পণের খবর প্রকাশ করে আসছে। যা রীতিমত কাবুল বাহিনীতে বড়ধরণের প্রভাব ফেলতে শুরু করেছে।

IMG-20200924-050832

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালি | ফ্রান্সের সামরিক কাফেলায় আল-কায়েদার হামলা, হতাহত ৬
পরবর্তী নিবন্ধসোমালিয়া | মুজাহিদদের হামলায় কর্নেলসহ ৪ ক্রুসেডার হতাহত