আসন্ন নির্বাচনে বিজয়ী হলে ইসলাম প্রতিহতকরণে মন্ত্রণালয় প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছে নেদারল্যান্ডের ফ্রিডম পার্টির ইসলামবিদ্বেষী ডানপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্স।
আগামী ১৭ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রতিশ্রুতি ওয়েবসাইটে প্রকাশ করে ডানপন্থী দলটি। এতে অভিবাসন ও শরণার্থীদের বন্ধকরণ ও ইসলাম প্রতিহতকরণে মন্ত্রণালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়।
এছাড়া ইসলামকে একটি ‘সর্বগ্রাসী আদর্শ’ হিসেবে তুলে ধরবে বলে জানিয়েছে গির্ট ওয়াল্ডার্স।
অন্যদিকে, মুসলিম অভিবাসী ও শরণার্থীদের আবেদন অগ্রাহ্যকরণ, মসজিদ-মাদারাসা বন্ধকরণ, নারীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা ও ইসলামী চেতনা বিস্তার রোধে সর্বাত্মক কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এই ক্রুসেডার নেতা।
সূত্র : আল জাজিরা