দখলদার ইসরায়েল গতকাল অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ২২ ফিলিস্তিনিকে গ্রেফতার এবং অপর ৬ জনকে গুলি করে আহত করেছে।
প্যালেস্টাইন প্রিজনার সোসাইটি ও গোয়েন্দা সূত্রের বরাতে এ খবর দিয়েছে ফিলিস্তিন সংবাদ মাধ্যমগুলো।
কুদুস নিউজ নেটওয়ার্ক জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তাদের।
প্যালেস্টাইন প্রিজনার সোসাইটি জানিয়েছেন, পশ্চিম তীরের কাবাতিয়া, জেনিন, বেথেলহাম, নাবলোস, জেরুজালেম শহরসহ রামাল্লার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।