মালিতে জাতিসংঘের কথিত শান্তিরক্ষী বাহিনীর উপর পৃথক ২টি হামলা চালিয়েছে আল-কায়েদা, এতে ৪ সৈন্য নিহত এবং ৭ সৈন্য আহত হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারী) আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ মালিতে দখলদার জাতিসংঘের কুফরি মিশনে অংশগ্রহণকারী আইভরিয়ান সৈন্যদের একটি কাফেলায় হামলা চালিয়েছে আল-কায়েদা শাখা জামা’আত নুসরাতুল ইমলাম ওয়াল মুসলিমিন। এতে ৩ আইভরিয়ান সৈন্য নিহত হয়েছে।
এই হামলার মাত্র কয়েকদিন আগে, জাতিসংঘের মুখপাত্র ‘স্টাফেন দুজারিক’ মালির টিম্বুক্টু অঞ্চলে কথিত শান্তিরক্ষী বাহিনীর উপর অপর একটি হামলার কথাও জানিয়েছিল। তার ভাষ্যমতে আল-কায়েদা যোদ্ধাদের উক্ত হামলায় জাতিসংঘের ১ ক্রুসেডার সৈন্য নিহত ও আরো ৭ সৈন্য আহত হয়েছে।
Alhamdulillah