ইজরাইলি সেনাদের বিষাক্ত টিয়ার গ্যাসে ফিলিস্তিনি নারীর গর্ভপাত

0
743
ইজরাইলি সেনাদের বিষাক্ত টিয়ার গ্যাসে ফিলিস্তিনি নারীর গর্ভপাত

ইজরাইলি সৈন্যদের ছোঁড়া টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে সাত মাসের গর্ভবতী ফিলিস্তিনি এক নারীর গর্ভপাত হয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের খবরে বলা হয়, এক সপ্তাহ আগে অধিকৃত পশ্চিম তীর ভূখণ্ডের রামাল্লার কাছাকাছি আল-মুগাইইয়ার গ্রামে ৩৭ বছর বয়সী আরিজ আবু আলিয়ার বাড়িতে ইজরাইলি সৈন্যরা টিয়ার গ্যাস ছুঁড়লে তিনি অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় আরিজকে তার স্বামী ইয়াদ হাসপাতালে নিয়ে যান। প্রচুর রক্তক্ষরণের ফলে গর্ভপাত হওয়া এই মাকে বেশ কিছুদিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাকে বেশ কয়েকবার রক্তদান করা হয়েছে।

এই দম্পতির আরো আট সন্তান রয়েছে। আরিজের স্বামী ইয়াদ জানান, প্রতিরাতেই ঘুমানোর সময় তাদের ঘরের জানালা দিয়ে টিয়ার গ্যাস আসে। টিয়ার গ্যাস নেয়ার কারণে ফুসফুসে জ্বালাপোড়া, বমি, বুক ব্যথ্যা ও প্রচণ্ড কাশির সংক্রমণে তারা সবাই ভুগছে তার সন্তানরা।

উল্লেখ্য, ফিলিস্তিনি ডাক্তাররা ইজরাইলের বিরুদ্ধে টিয়ার গ্যাসের বদলে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করে আসছেন। একইসাথে তারা ইজরাইলি বাহিনীকে নতুন নতুন অস্ত্র তৈরি করে মানবদেহে প্রতিক্রিয়ার পরীক্ষা চালাতে অধিকৃত ভূখণ্ডের বাসিন্দাদের ব্যবহারের জন্য অভিযুক্ত করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | আপন রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন তালেবান মুখপাত্র
পরবর্তী নিবন্ধসিরিয়ায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৪ জন নিহত