পাকিস্তান | নাপাক সেনা চৌকিতে টিটিপির হামলা, হতাহত ৭ এরও অধিক

0
705
পাকিস্তান | নাপাক সেনা চৌকিতে টিটিপির হামলা, হতাহত ৭ এরও অধিক

পাকিস্তানের বাজোর এজেন্সিতে দেশটির নাপাক সেনাদের দুটি চৌকিতে পৃথক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪ সৈন্য নিহত এবং ৩ সৈন্য আহত হয়েছে।

রিপোর্ট অনুযায়ী জানা যায়, প্রথম আক্রমণটি ওয়ারার মুম্যান্ড সীমান্তে অবস্থিত একটি চৌকিতে করা হয়েছে, এতে কমপক্ষে তিন সেনা নিহত ও দুই নাপাক সেনা আহত হয়। এই হামলার পরে পাকিস্তানি মুরতাদ সেনাবাহিনী জনসাধারণের বাড়িঘরে ভারী কামান দ্বারা হামলা চালায়। গত ৩ জানুয়ারি এই হামলার ঘটনা ঘটে।

একই দিনে অপর হামলাটি নওগাই সীমান্ত এলাকায় একটি সামরিক পোস্টে চালানো হয়, এতে এক পাকিস্তানী সৈন্য নিহত হয় এবং অপর এক সৈন্য আহত হয়।

পাকিস্তানের শীর্ষস্থানীয় জিহাদী গ্রুপ তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মুহাম্মদ খোরাসানী এক সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় হামলার দায় স্বীকার করেছেন।

চলতি মাসের প্রথম ৩ দিনে টিটিপি এখন পর্যন্ত মোট তিনটি হামলার দায় স্বীকার করেছে, এর মধ্যে প্রথমটি উত্তর ওয়াজিরিস্তানে বোমা বিস্ফোরণের। যাতে ৭ মুরতাদ সৈন্য নিহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

16 − nine =