গুয়ান্তানামো বে কারাগারের প্রাক্তন বন্দী ইব্রাহিম ইদ্রিস মারা গেছেন। ৬০ বছর বয়সে নিজ দেশ সুদানে মারা যান তিনি।
বার্তা সংস্থা ডকুমেন্টিং অপরেশন এগিনেস্ট মুসলিম এর মাধ্যমে জানা যায়, গত বুধবার (১০ ফেব্রুয়ারি) সুদানে মারা যান তিনি।
২০০২ সালে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা তাঁকে গ্রেফতার করে কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে প্রেরণ করে। কুখ্যাত এই কারাগারে আটক করা প্রথম ব্যক্তিদের মধ্যে তিনি একজন।
ক্রুসেডার বাহিনী তাঁর বিরুদ্ধে কোন অপরাধের প্রমাণ করতে না পেরে ২০১৩ সালের ডিসেম্বর মাসে তাঁকে মুক্তি দেয়।
মৃত্যুর সময় ইদ্রিস রাহিমাহুল্লাহ অত্যন্ত অসুস্থ ছিলেন। একজন চিকিৎসক তাঁর মৃত্যুকে গুয়ান্তানামোর চিকিৎসা সংক্রান্ত জটিলতার কারণ হিসেবে উল্লেখ্য করেছেন।
গুয়ান্তানামো মার্কিন নৌঘাঁটিতে তাঁকে নির্যাতন করা হতো বলে জানা গেছে।
২০০৮ সালের একটি নথি থেকে জানা যায়, তাঁকে আল-কায়েদার বিশেষ প্রশিক্ষক এবং উসামা বিন লাদেনের সম্পর্কে জানার সন্দেহ করেছিল মার্কিনিরা। ক্রুসেডার সামরিক কর্মকর্তাদের বিশ্বাস ছিল তাঁকে নির্যাতন মাধ্যমে মূল্যবান তথ্য পাওয়া যাবে।
মেডিকেল রিপোর্ট থেকে জানা যায়, নির্যাতনের ফলে তাঁর মানসিক জ্ঞান লোপ পেয়েছিল । এজন্য কারাগারে দীর্ঘ সময় ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।
গুয়ান্তানামোর সাবেক সহবন্দীদের থেকে জানা যায়, নির্যাতনের কারণে তিনি এতটাই অসুস্থ হয়ে পরতেন যে, মাঝে মাঝে তিনি অকারণেই হাঁসতেন, আবার মাঝে মাঝে এলোমেলো কথা শুরু করতেন।
নির্যাতনের ফলে তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পরেন যে তিনি কখনো বিয়ে করতে পারেননি।
গুয়ান্তোনামোর প্রাক্তন প্রথম বন্দী মুসলিমের মৃত্যু।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন
আল্লাহ্ তাকে শহীদী মাক্বাম দান করুন।
আমীন ইয়া রব্বাল ‘আলামীন।