সিরিয়া | রুশ সমর্থিত আল-কুদুস ব্রিগেডের মাইক্রোবাসে মুজাহিদদের হামলা

0
713
সিরিয়া | রুশ সমর্থিত আল-কুদুস ব্রিগেডের মাইক্রোবাসে মুজাহিদদের হামলা

কুখ্যাত নুসাইরী শিয়া আসাদ সরকারের নিয়ন্ত্রণাধীন আলেপ্পো শহরের কেন্দ্রস্থলে রুশ সমর্থিত আল-কুদুস ব্রিগেডের মাইক্রোবাসে হামলা চালিয়েছেন মুজাহিদগণ।

আঞ্চলিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ৩ মার্চ রাতে, আলেপ্পো সিটির মাসাকিন হানানো অঞ্চলে দখলদার রাশিয়ান বাহিনীর দ্বারা প্রশিক্ষিত কুখ্যাত আসাদ সরকারের আল-কুদস ব্রিগেডের মাইক্রোবাসে অতর্কিত হামলা চালিয়েছেন মুজাহিদগণ। যার ফলে অল্প সময়ের মধ্যেই মুরতাদ সেনাদের মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। জানা গেছে যে, হামলার সময় মুরতাদ বাহিনী বাসটিতে করে বিভিন্ন রসদপত্র আনার কাজ করছিল। এসময় বাসটিতে আগুন ধরায় মুরতাদ বাহিনীর জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শাবাবুল হলব (আলেপ্পোর যুবকরা) নামক একটি মুজাহিদ গ্রুপ এই সফল হামলার দায় স্বীকার করেছে। দলটির নাম প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে।

উল্লেখ্য যে, তাহরিরুশ শামের কারণে আল-কায়েদা সিরিয়ান শাখা প্রকাশ্যে সিরিয়ায় তাদের কার্যক্রম অনেকক্ষেত্রে বন্ধ করার পর থেকে সিরিয়ায় এধরণের নতুন নতুন অনেক জিহাদী গ্রুপ গেরিলা যুদ্ধের পথ বেঁচে নিয়েছে।

IMG-20210305-000847

IMG-20210304-231111-058

IMG-20210304-231105-141

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারত-বাংলাদেশে পণ্য আনার ক্ষেত্রে ইচ্ছাকৃত জটিলতা তৈরি করে লাখ লাখ টাকার চাঁদাবাজি
পরবর্তী নিবন্ধইয়ামান | মুজাহিদদের হামলায় ৩ হুথী সৈন্য নিহত