দুটি পৃথক স্থানে ফিলিস্তিনি জেলে ও কৃষকদের লক্ষ করে সরাসরি গুলি চালিয়েছে সন্ত্রাসবাদী ইসরায়েলের নৌবাহিনী।
স্থানীয় সূত্রে কুদুস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গত ২০ মার্চ গাজা উপত্যকার দেইর এল-বালাহ উপকূলের প্রায় তিন নটিক্যাল মাইল গভীর সাগরে মাছ ধরার সময় জেলেদের উপর গুলি ও জলকামান নিক্ষেপ করে দখলদার ইসরায়েল। এতে কমপক্ষে একটি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জেলেরা উপকূলে ফিরে যেতে বাধ্য হয়েছে।
সূত্র আরও জানিয়েছে যে, ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনি কৃষকদের লক্ষ করে এলোপাতাড়ি গুলি চালিয়ে স্থান ত্যাগে বাধ্য করে। এ সময় তারা গাজা উপত্যকার দক্ষিণ রাফার পূর্বদিকে গাজার সিমান্ত বেষ্টনির নিকটবর্তী জমিতে কাজ করছিল।