এক ভিডিও বার্তায় ফারাহ প্রদেশের গভর্নর তাজ মোহাম্মদ জাহিদ বলেছে, তালেবান একটি আর্মি পোস্টে হামলা চালিয়েছে। তারা কাছাকাছি একটি বাড়ি থেকে ৪শ মিটার গভীর সুরঙ্গ খুড়েছে। তালেবানের সদস্যরা এক সেনাকে ধরে নিয়ে গেছে বলেও উল্লেখ করেছে।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় দুই কর্মকর্তা জানায়, এলিট কমান্ডো ফোর্সসহ সেনাবাহিনীর ডজনখানেক সদস্য নিহত হয়েছে। প্রাদেশিক কাউন্সিলের সদস্য খায়ের মোহাম্মদ নুরজাই বলেছে, হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছে এবং ওই সেনা ঘাঁটি এখন তালেবানদের দখলে চলে গেছে।
এছাড়া আফগানিস্তানের পূর্বাঞ্চলে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩০জন নিহত ও ৯০ জনের বেশি আহত হয়েছে। এ ঘটনাকে আত্মত্যাগী হামলা বলে উল্লেখ করেছে আলজাজিরা।
আফগান স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র তারিক আরিয়ান আশঙ্কা প্রকাশ করে বলেছে, আরও মৃতদেহের তল্লাশি চালানো হচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়বে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেয়, আফগানিস্তানে দুই দশকের বিদেশি সেনার উপস্থিতির অবসান ঘটবে সামনের ১১ সেপ্টেম্বরের মধ্যে। এ প্রক্রিয়া শুরু হচ্ছে ১ মে। আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া চুক্তি অনুসারে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ১ মে’র মধ্যে সেনা প্রত্যাহার হওয়ার কথা ছিল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাহিদীনকে বিজয় দান করুন, আমীন।
القول قول الصوارم