পাকিস্তান | মুরতাদ বাহিনীর উপর পাক-তালিবানের তীব্র হামলা, ১০ এরও বেশি সৈন্য হতাহত

0
486
পাকিস্তান | মুরতাদ বাহিনীর উপর পাক-তালিবানের তীব্র হামলা, ১০ এরও বেশি সৈন্য হতাহত

পাকিস্তানের বেলুচিস্তানে দেশটির মুরতাদ সামরিক বাহিনীর উপর ২টি সফল হামলা চালিয়েছেন টিটিপির জানবায মুজাহিদগণ। যার একটিতেই ১০ এরও অধিক মুরতাদ সৈন্য হতাহত হয়েছে। অপরটিতে হতাহত হয়েছে আরো ডজনখানেক।

পাক-তালিবানের সূত্রগুলো জানিয়েছে, গত ৫ মে বুধবার সকালে, বেলুচিস্তানের ঝোব জেলার বেশ কয়েকটি সেক্টরে তীব্র হামলা চালিয়েছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের জানবায মুজাহিদগণ। এতে মুরতাদ বাহিনীর ৪ সৈন্য নিহত এবং ৬ এরও অধিক সৈন্য আহত হয়েছে। বাকি সৈন্যরা সীমান্ত এলাকা ছেড়ে পালিয়েছে।

সূত্র আরো জানায়, মুরতাদ বাহিনীর বিরুদ্ধে মুজাহিদগণ এমন সময় উক্ত সফল অভিযানটি চালিয়েছেন, যখন মুরতাদ বাহিনীর সদস্যরা পাক-আফগান সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরিতে ব্যস্ত ছিল।

‘আইএসপিআর’ জানিয়েছে, নিহত মুরতাদ সদস্যদের মধ্যে রয়েছে হাওলাদার নূরজ্জামান, সিপাহি শাকিল আব্বাস, এহসানউল্লাহ ও কমান্ডার সুলতান।

এর আগে গত রবিবার সকাল ৯ টায়, বেলুচিস্তানেরই কিলা আবদুল্লাহর টোবা-আছকজাই এলাকায় মুরতাদ ‘এফসি’ বাহিনীর উপর আক্রমণ চালিয়ে ছিলেন টিটিপির জানবায মুজাহিদগণ, যা দু’ঘন্টা যাবৎ অব্যাহত ছিল। এসময় মুজাহিদদের তীব্র হামলায় বেশ কিছু সদস্য নিহত ও আহত হয়েছে, আর টিটিপির সমস্ত মুজাহিদ নিরাপদে ফিরে আসেন।

তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) কেন্দ্রীয় মুখপাত্র- মোহাম্মাদ খোরাসানী হাফিজাহুল্লাহ্ তাঁর টুইট বার্তায় উভয় হামলার কথাই স্বীকার করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবি-বাড়িয়ায় অন্যায়ভাবে গ্রেপ্তার আরও ৯
পরবর্তী নিবন্ধঘুষের টাকা ভাগাভাগি নিয়ে মুরতাদ পুলিশদের মাঝে দ্বন্দ্ব