ইয়েমেনের আল-বাইদা প্রদেশে আল-কায়েদা শাখা আনসারুশ শারীয়াহ্’র মুজাহিদীনরা শিয়া হুথি সন্ত্রাসীদের উপর মিসাইল হামলা চালিয়েছেন। বিগত দিনগুলোতে চালানো হামলার ধারাবাহিকতায় এবার তারা আল-বাইদা প্রদেশের দি-মাদ্দাহী এবং আল-সাওমা অঞ্চলে হামলা চালিয়েছেন।
মুজাহিদদের সংবাদ প্রকাশক একাউন্ট থেকে জানা গেছে, মুজাহিদীনরা গত ২৩ রমাজান, আল-বাইদা প্রদেশের দি-মাদ্দাহী এবং আল-সাওমা অঞ্চলে অবস্থিত মুরতাদ হুথি সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে মিসাইল হামলা চালিয়েছেন।
বিশ্লেষকদের দেয়া তথ্য মোতাবেক, হামলায় ব্যবহৃত মিসাইলগুলো ছিল 9P132 Grad P মডেলের। তবে হামলায় ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কৌশলগত কারণে প্রকাশ করা হয়নি, হয়তো সামনের দিনগুলোতে প্রকাশ করা হবে।
পবিত্র রমাদান মাসের দ্বিতীয় দশক থেকে শুরু হওয়া মুজাহিদীনদের এই অফেন্সিভে আল-বাইদা প্রদেশ জুড়ে অসংখ্য হুথি সন্ত্রাসী হতাহত হচ্ছে। মুজাহিদীনদের চেয়ে অধিকতর উন্নত যুদ্ধসরঞ্জাম থাকা সত্ত্বেও তাদের গেরিলা হামলাগুলোর সামনে মুরতাদ হুথি বিদ্রোহীরা টিকতে পারছে না।