মসজিদুল আক্বসায় অভিশপ্ত ইসরাইলী সৈন্যদের তাণ্ডব, ৫০০ জনেরও বেশি মুসল্লী আহত

1
1228
মসজিদুল আক্বসায় অভিশপ্ত ইসরাইলী সৈন্যদের তাণ্ডব, ৫০০ জনেরও বেশি মুসল্লী আহত

পবিত্র রমাজান মাসে ফিলিস্তিনে মুসলিমদের বিরুদ্ধে দখলদার ইসরাইলী আগ্রাসন নতুন মাত্রা পেলো! এবার অভিশপ্ত ইহুদীদের হামলার লক্ষবস্তুতে পরিণত হলেন পবিত্র মসজিদুল আক্বসায় নামাজরত মুসল্লীরা।

দখলদার ইসরাইলী সৈন্যরা আজ (১০ই মে, ২০২১) ভোরে মুসলিমদের প্রথম ক্বিবলা মসজিদুল আক্বসায় হানা দিয়ে নামাজরত মুসল্লীদের উপর বর্বরোচিত আক্রমণ চালিয়েছে।
ফিলিস্তিন ভিত্তিক কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, আজ ভোরে ইহুদি সৈন্যরা মসজিদুল আক্বসায় হানা দিয়ে মুসলিমদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে। এসময় তারা মুসল্লীদের উপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে, ফলে নামাজরত মুসল্লীদের দমবন্ধ হয়ে আসে।

বর্বর ইসরাইলী সৈন্যরা মসজিদ অভ্যন্তরে প্রবেশ করে ধাতব সমৃদ্ধ রাবার বুলেট ছুঁড়ে ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে, এতে বহু ফিলিস্তিনি মুসলিম আহত হন।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানায়, আহত ৫০ জনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ তথ্যমতে, ৫০০ জন মুসল্লী হামলায় আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।

রেড ক্রিসেন্ট কর্মীরা জানায়, মসজিদ থেকে আহতদের উদ্ধার করতে গেলে ইহুদি সৈন্যরা তাদেরও টার্গেট করে এবং এম্বুল্যান্স প্রবেশে বাঁধা দেয়।

রাজধানী জেরুজালেমের আত তুরে রেড ক্রিসেন্টের এক এম্বুল্যান্সে ইহুদী সৈন্যরা স্টান গ্রেনেড ও রাবার বুলেট নিয়ে আক্রমণ করেছে।

রেড ক্রিসেন্ট আরো জানায়, জেরুজালেম শহর থেকে মসজিদের দিকে মানবিক সাহায্যে এগিয়ে আসা তাদের কর্মীদের উপর দখলদার সৈন্যরা পাথর নিক্ষেপ করে গতি রোধের চেষ্টা করে ও হেনস্থার মাধ্যমে কর্মীদের জীবন সংশয়ের মুখে ঠেলে দেয়।

জানা যায়, পবিত্র আল আক্বসা মসজিদে হঠাৎই ইহুদিদের আক্রমণে হাজারো মুসলিম মসজিদ অভ্যন্তরে আটকে পড়েন এবং নিরস্ত্র মুসল্লীরা প্রাণ নিয়ে শঙ্কিত হয়ে উঠেন।

আল আক্বসা মসজিদের ওয়াজ ও ইরশাদ পরিচালক প্রধান শাইখ রাঈদ দা’না আল জাজিরাকে জানান, হাজারেরও বেশি মুসল্লী আল আক্বসা মসজিদের নামাজ কক্ষে আটকে পড়েছেন, যাদের মধ্যে ইহুদিদের হামলায় শতশত আহত মুসল্লীও আছেন।

পবিত্র মসজিদুল আক্বসার মাইক থেকে উচ্চস্বরে মসজিদটিতে ইহুদি হামলার আওয়াজ ভেসে আসে। ইহুদিদের আক্রমণে আহত মুসল্লীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের আহবান জানানো হয়।

মসজিদ অভ্যন্তরে আটকে পড়া ভীত সন্তস্ত্র মুসলিমরা বাইরে থাকা মুসলিমদের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান।

স্টান গ্রেনেড আর রাবার বুলেট নিয়ে আক্রমণ করা অত্যাধুনিক অস্ত্র সাজে সজ্জিত ইহুদী সৈন্যরা মুসল্লীদের মুখমণ্ডল ও চোখ বিশেষকরে হামলার লক্ষবস্তু বানায়। আহতদের প্রাথমিক চিকিৎসা গ্রহণ প্রতিরোধে তারা আল আক্বসা মসজিদের ক্লিনিকও বন্ধ করে দেয়।

তাছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইসরাইলী সৈন্যরা আল কিবলি মসজিদেও প্রবেশ করে নিরস্ত্র মুসল্লীদের উপর স্টান গ্রেনেড ও টিয়ারগ্যাস নিয়ে আক্রমণ করছে।

IMG-20210510-194317-273

IMG-20210510-194318-467
IMG-20210510-194255-504
IMG-20210510-194253-888
IMG-20210510-194314-389
IMG-20210510-194311-913
IMG-20210510-194301-169
IMG-20210510-194257-731
IMG-20210510-194304-931
IMG-20210510-194303-134

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশ্যাম্পুর নির্ধারিত দামের চেয়ে কম না রাখায় মামলা দিলো পুলিশ
পরবর্তী নিবন্ধপাকিস্তান | পাক-তালিবানের তীব্র হামলায় ৫ মুরতাদ সৈন্য নিহত, আহত অনেক