বিহার, উত্তরপ্রদেশের পরে এবার মধ্যপ্রদেশেও নদীতে ভাসছে মৃতদেহ

0
1048
বিহার, উত্তরপ্রদেশের পরে এবার মধ্যপ্রদেশেও নদীতে ভাসছে মৃতদেহ

উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গা নদীতে মৃতদেহ ভাসতে থাকার পরে এবার মধ্য প্রদেশের রুঞ্জ নদীতে কিছু লাশ ভেসে থাকতে দেখা যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

গণমাধ্যমে প্রকাশ, মধ্য প্রদেশের পান্না জেলার রুঞ্জ নদীতে কমপক্ষে ৬টি মৃতদেহ ভেসে থাকতে দেখা গেছে। মৃতদেহগুলো পচে গলে এসে জমা হয় নদীর পাড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এগুলো কোভিড আক্রান্তদের লাশ। মধ্য প্রদেশের অবস্থাও বেশ শোচনীয়, শ্মশানে পোড়ানোর জায়গা-কাঠ নেই। সেই কারণেই নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন,  পাম্প কাজ না করলে গ্রামবাসীরা এই নদীতেই স্নান করেন, জলও পান করেন। গবাদি পশুরাও ওই নদীর জলই পান করে থাকে। ফলে ওই লাশগুলো কোভিড আক্রান্তদের হয়ে থাকলে ভয়াবহ  পরিস্থিতি তৈরি হতে পারে সংশ্লিষ্ট এলাকায়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মসজিদে ঢুকে ইমামকে পিটিয়েছে মালাউন যোগী পুলিশ
পরবর্তী নিবন্ধঈদের দিনেও গাজায় হামলা অব্যাহত, ফিলিস্তিনে নেই ঈদ আনন্দ