দখলদার অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বেশ কয়েকটি শহরে আরব-মুসলিম বসবাসকারীদের ওপর হামলা চালিয়েছে ইহুদিবাদি সন্ত্রাসীরা।
এসব হামলায় এ পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেছে।
ইহুদি সন্ত্রাসীরা বুধবার বেতইয়াম, লুদ, একর, তিবেরিয়াস ও সীমান্তবর্তী জাফা শহরে আরব-মুসলিমদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে।
আরব সন্দেহে ইসরায়েলে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে ইহুদি সন্ত্রাসীরা। বুধবার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এই ঘটনা ঘটে। ঘটনাটি ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারও হয়েছে। খবর এএফপির।
ভয়াবহ এই ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ জনতা এক ব্যক্তিকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করার পর তাকে ব্যাপক প্রহার করছে। সেই ব্যক্তি জ্ঞান হারানোর আগ পর্যন্ত গণপিটুনি চলতে থাকে।
ঘটনাটি ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন কান-এ সম্প্রচার করা হয়। ইসরায়েলের বাণিজ্যক রাজধানী তেল আবিবের দক্ষিণাঞ্চলে এই ঘটনা ঘটে।
পুলিশ ও জরুরি সেবা কর্মীরা ১৫ মিনিটের আগে ঘটনাস্থলে পৌঁছায়নি। ততক্ষণ পর্যন্ত ভিকটিমকে রাস্তার মাঝে নিথরভাবে পড়ে থাকতে দেখা গেছে।
হামলায় অংশগ্রহণকারীরা দাবি করেছেন, ওই ব্যক্তিটি একজন আরব, এবং তিনি গাড়ি দিয়ে সমাবেশকারীদের ধাক্কা দিতে চেষ্টা করেছেন। যদিও টেলিভিশন ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি সমাবেশ এড়াতে চেষ্টা করছিলেন।
তেল আবিবের ইচিলভ হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন।
অন্যদিকে গত সোমবার লুদ শহরে এক আরব-মুসলিমকে ছুরিকাঘাতে হত্যা করে ইহুদিবাদি সন্ত্রাসীরা।
বেশ কিছুদিন ধরেই জেরুজালেমের কট্টরপন্থী ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত মোট ৮৩ জন ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ঈদের দিনও ইসরায়েলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।