যুদ্ধবিরতির পরও আল-আকসায় ইসরায়েলি হামলা, আহত ২০

0
1035
যুদ্ধবিরতির পরও আল-আকসায় ইসরায়েলি হামলা, আহত ২০

জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে অভিশপ্ত ইসরায়েলি পুলিশ। শুক্রবার (২১ মে) ফিলিস্তিন ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধবিরতির পর এ ঘটনা ঘটে।

আলজাজিরা জানায়, মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই আবারও জেরুজালেমে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি উদযাপন করতে জড়ো হন। সেখানে ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়েছে চরম হিংসুটে ইহুদিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর যুদ্ধবিরতি উদযাপন করতে অনেক ফিলিস্তিনি আল-আকসা প্রাঙ্গণে অবস্থান করেছিলেন। এসময় পাশের একটি প্রাঙ্গণ থেকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের উদযাপনের প্রাঙ্গণে চলে আসে এবং তাদের ওপর হামলা চালায়। পুলিশ তাদের ওপর স্টান গ্রেনেড, স্মোক বোমা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দখলদার বাহিনীর এ হামলায় প্রায় ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। তাদেরকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

গত ১১ দিনে গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় ৬৬ জন শিশুসহ ২৪৩ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন।

সূত্র : কুদুস নিউজ নেটওয়ার

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | তালিবান কর্তৃক জলরেজ জেলা বিজয় এবং ১৫০ সেনার আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধএমপির দখলবাজির বিরুদ্ধে নিউজ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার