গত ২৭ মে, বৃহস্পতিবার ইসরাইলি পুলিশের নিরাপত্তায় শতাধিক অভিশপ্ত ইহুদী পূর্ব জেরুজালেমের পবিত্র মাসজিদুল আক্বসায় প্রবেশ করেছে।
জেরুজালেম ইসলামিক ওয়াক্বফ এক বিবৃতিতে জানায়, প্রায় ১২০ অভিশপ্ত ইহুদীদের একটি দল পবিত্র আল-আক্বসা মসজিদের দক্ষিণ-পশ্চিম প্রান্তের আল মাকারিব গেইট দিয়ে মসজিদুল আক্বসায় প্রবেশ করেছে।
দখলদার ইসরাইলি পুলিশের প্রহরায় ইহুদীদের দলটিকে হারাম আল শরীফের মুবারকতম প্রাঙ্গনে ঘোরাফেরা করতে দেখা গেছে।
উল্লেখ্য, গত ২৩ মে রবিবার, ২৫০ অধিক উগ্র ইহুদী আল আক্বসায় ৪ মে’র পর প্রথমবারের মতো প্রবেশ করেছিল।
পবিত্র আল আক্বসা মসজিদে নাপাক ইহুদীদের ক্রমবর্ধমান হানা মুসলিমদের মনে দুশ্চিন্তার নতুন শঙ্কা সৃষ্টি করছে।
উল্লেখ্য, ইহুদি আগ্রাসন বিরোধী ফিলিস্তিনের মুসলিমদের দুর্বার প্রতিরোধের মুখে গত ৪ মে থেকে দখলদার ইসরাইলি পুলিশ আল আক্বসা প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশে অনুমতি দেয়নি।
ফিলিস্তিন পররাষ্ট্রমন্ত্রী বলেন,”অভিশপ্ত ইহুদিদের এই প্রবেশাভিযান প্রায় এক সপ্তাহ পূর্বের ইসরাইল-ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলোর মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।”
উল্লেখ্য, গত ২১ মে শুক্রবার মিশরের মধ্যস্ততায় চলতি বছরের জঘন্যতম ১১ দিনের ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধাবস্থার পরিসমাপ্তি ঘটে।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অবরুদ্ধ গাজায় জয়োনিস্ট ইসরাইলের সে বিমান হামলায় ৩৯ জন নারী, ৬৬ শিশু সহ কমপক্ষে ২৫৪ জন নিরপরাধ মুসলিম নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দুই হাজার ফিলিস্তিনি।