তালিবান মুজাহিদিনের হাতে আরো ৩টি জেলা বিজয়

0
1062
তালিবান মুজাহিদিনের হাতে আরো ৩টি জেলা বিজয়

তালিবান মুজাহিদিনরা আফগানিস্তানের উরুজগান প্রদেশের খাস উরুজগান জেলার প্রশাসনিক কার্যালয়, পুলিশ সদর দফতর, ৪ টি নিরাপত্তা চৌকি সহ সকল প্রশাসনিক অবকাঠামো সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন।

গত সোমবার (১৪ জুন) রাতে এ বরকতময় হামলা চালিয়েছেন।

এসময় মুজাহিদদের তীব্র আক্রমণের ফলে কাবুল সৈন্যরা জেলাটি ছেড়ে পালিয়ে যায়। যার ফলশ্রুতিতে তালিবান মুজাহিদগণ বিপুলসংখ্যক যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ গনিমত লাভ করেন।

তাছাড়াও একই রাতে তালিবান মুজাহিদরা সারিপল প্রদেশের গুসফান্দি জেলা বিজয় লাভ করেন। জেলাটিতে মুজাহিদরা মুক্তকরণ অভিযান পরিচালনা কালে কাবুল সৈন্যরা জেলাটি ছেড়ে পালিয়ে যায়। যার ফলে এখান থেকেও মুজাহিদগণ বিপুল যুদ্ধ সামগ্রী গনিমত অর্জন করেন।

এদিন তালিবান মুজাহিদরা একই প্রদেশের সাঙ্গচারাক জেলা মুক্ত করেছেন। তাছাড়াও প্রদেশটির সায়েদাবাদ জেলার মাঙ্গতি এলাকার দুটি নিরাপত্তা চৌকি মুজাহিদদের নিয়ন্ত্রণে এসেছে। এসময় মুজাহিদরা কাবুল প্রশাসনের দুই সৈন্যকে আটক করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুল বাহিনী থেকে ফের দৌলতাবাদ জেলা বিজয় করে নিয়েছেন তালিবান
পরবর্তী নিবন্ধখোরাসান | ৪৩ কাবুল সৈন্যের তালিবানে যোগ দান