খোরাসান | ১৮৮ কাবুল সৈন্যের তালিবানে যোগদান

1
982
খোরাসান | ১৮৮ কাবুল সৈন্যের তালিবানে যোগদান

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে প্রতিদিনই তালিবানদের কাছে আত্মসমর্পণ ও তাদের কাতারে শামিল হচ্ছেন শত শত কাবুল সৈন্য।

তালিবানদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ১৯ জুন আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশের শিনওয়ারী জেলার নমক আব ভ্যালি এলাকার উপর তালিবান মুজাহিদরা নিয়ন্ত্রণ লাভ করেছেন। মুজাহিদদের পরিচালিত অপারেশনে উক্ত এলাকার ১০ কাবুল সৈন্য নিহত ও অনেক সৈন্য আহত হয়েছে বলে জানা যায়।

এছাড়াও ভ্যালিটি বিজয়কালে ৪০ কাবুল সৈন্যসহ আব্দুল গাফ্ফার নামক এক কমান্ডার মুজাহিদদের নিকট আত্মসমর্পণ করেছে।

আত্মসমর্পণকালে কাবুল সৈন্যরা তালিবান মুজাহিদদের নিকট বহু হালকা ও ভারি যুদ্ধাস্ত্র সমর্পণ করে, যার মধ্যে ১টি বিমানবিধ্বংসী মেশিনগান, ৪টি পিকে মেশিনগান, ১টি আরপিজি রকেট, ২২ টি ক্লাসনিকভ মেশিনগান, ১টি রেডিও, ২টি মোটরসাইকেল, ২টি যুদ্ধযান ও বিপুলসংখ্যক গোলাবারুদ রয়েছে।

এর একদিন আগে নাঙ্গাহার প্রদেশের বিভিন্ন জেলা থেকে আরও ১০৮ জন কাবুল সৈন্য নিজেদের ভুল বুঝতে পেরে তালেবান মুজাহিদদের কাতারে এসে শামিল হয়েছে।

এমনিভাবে পারওয়ান প্রদেশের শিনওয়ারী জেলা থেকেও ৪০ সৈন্য তালিবান মুজাহিদদের নিকট আত্মসমর্পণ করেছে।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৮০ লাখ টাকাসহ আটক ডিআইজি মালাউন প্রিজন পার্থের জামিন মঞ্জুর
পরবর্তী নিবন্ধসোমালিয়া | ক্রুসেডার বাহিনীর সামরিক ঘাঁটিতে আল-কায়েদার একাধিক সফল হামলা