আফগান পুনর্গঠনে জোরদার কার্যক্রম চালাচ্ছেন তালিবান মুজাহিদিন

8
1986
আফগান পুনর্গঠনে জোরদার কার্যক্রম চালাচ্ছেন তালিবান মুজাহিদিন

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ‘গণপূর্ত বিভাগ’ তালিবান নিয়ন্ত্রিত অঞ্চলে বিভিন্ন ধরণের পুনর্নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। যা আফগান পুনর্গঠনে তালিবানদের সংস্কার আন্দোলনেরই একটি অংশ।

তালিবান সমর্থক মিডিয়া সূত্রগুলো দেখাচ্ছে যে, তালিবানরা আফগান পুনর্গঠনের আওতায় কান্দাহার প্রদেশের খাকরিজ জেলা থেকে শুরু করে হেলমান্দ প্রদেশের সাংগিন জেলা পর্যন্ত একটি রাস্তা পুনর্নির্মাণ শুরু করেছেন, যা দ্রুত এগিয়ে চলছে। এমনিভাবে গজনি-কান্দাহার মহাসড়কেও তালিবান কর্তৃক পুনর্নির্মাণ কাজ চলছে।

একইভাবে কাবুল-কান্দাহারের গুরুত্বপূর্ণ মহাসড়কেও পুনর্নির্মাণ কাজ চালাতে দেখা গেছে তালিবানদের।

তালিবানরা বলেছেন যে, তাঁরা তাদের দেশ পুনর্গঠনের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই কাজে তাঁরা কালক্ষেপণ করবেন না।

IMG-20210711-143810
IMG-20210711-143812
IMG-20210711-143814
IMG-20210711-145810-931
IMG-20210711-145808-982
IMG-20210711-145812-130

8 মন্তব্যসমূহ

  1. সন্ত্রাস ২ প্রকার।১) নিরীহ মানুষের উপর হামলার মাধ্যমে সন্ত্রাসী করা। এটা হারাম। ২) কাফের মোরতাদদেরকে বিভিন্ন হামলার মাধ্যমে ভীত সন্ত্রস্ত করা। এটা শুধু বৈধই নয় বরং ওয়াজিব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সূরা আনফালের ৬০ নাম্বার আয়াতেترهبون শব্দ ব্যবহার করেছেন।যার অর্থ ভীত সন্ত্রস্ত করা।
    আর আফগানিস্তানে তালিবানি হামলা যে প্রথম প্রকার নয় বরং দ্বিতীয় প্রকার তার জলন্ত প্রমাণ হলো তালেবানের আফগান পুনর্গঠনে জোরদার কার্যক্রম।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিতে ৩৭৯ ফিলিস্তিনি আহত
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট | ক্রুসেডার ফ্রান্স ও মুরতাদ বাহিনীর বিরুদ্ধে আল-কায়েদার বীরত্বপূর্ণ অভিযানের দৃশ্য