তালিবানরা জানিয়েছে যে, তাঁরা কুনার প্রদেশের নড়াই জেলা কেন্দ্র এবং এর সাথে সম্পর্কিত সমস্ত এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন।
ইমারতে ইসলামিয়ার কেন্দ্রীয় একজন মুখপাত্র- মুহতারা জাবিহুল্লাহ মুজাহিদ তাঁর টুইটারে লিখেছেন যে, তালিবান মুজাহিদিনরা গতরাতে কুনার প্রদেশের নড়াই জেলা কেন্দ্র এবং এর সাথে সম্পর্কিত সমস্ত এলাকা দখল করে নিয়েছেন, সেই সাথে জেলাটির গভর্নর গুল জামান তার ৮০ জন সৈন্যের সাথে তালিবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছে।
তিনি আরও জানান যে, নড়াই জেলা দখলের সাথে সাথে প্রচুর অস্ত্র ও গোলাবারুদও তালিবান মুজাহিদদের হস্তগত হয়েছে। কিছুদিন আগে প্রদেশটির গাজিয়াবাদ জেলাও মুজাহিদগণ বিজয় করে নিয়েছেন।
এদিকে, দেশটির ‘সকালের সংবাদ’ পত্রিকা নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, নড়াই জেলা বিজয়ের পর এখন পর্যন্ত ৮০০ কাবুল সেনা তালিবানদের কাছে আত্মসমর্পণ করেছে।
সূত্রমতে, দীর্ঘদিন ধরে জেলাটি অবরোধ ও এখাসে জোর লড়াই চলছিল।
আলহামদুলিল্লাহ
Alhamdulillah
Allah kobul korun amin