খোরাসান | বন্দর থেকে ৩৪ মিলিয়ন ডলার রাজস্ব আয় করছে তালিবান

0
1258
খোরাসান | বন্দর থেকে ৩৪ মিলিয়ন ডলার রাজস্ব আয় করছে তালিবান

আফগানিস্তানের বন্দরগুলো থেকে গত মাসে তালিবানরা ৩৪ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করেছে।

কাবুল প্রশাসনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবাজ তালিবান মুজাহিদিনরা গত এক মাসে আফগানিস্তানের বন্দরগুলো থেকে ২.৭ বিলিয়ন আফগানি বা ৩৪ মিলিয়ন মার্কিন ডলারের রাজস্ব আয় করেছে।

পশ্চিমা দোসর কাবুল প্রশাসনকে হটিয়ে তালেবান বীর মুজাহিদরা হেরাত প্রদেশের ইসলাম কালা, ফারাহ প্রদেশের আবু নাসের ফারাহি, কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক, তাখার প্রদেশের আই খানুম, পাকতিয়া প্রদেশের দান্দ পাটান ও কুন্দুজ প্রদেশের শিরখান সহ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বন্দর নগরীগুলো নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন। যার থেকে প্রতিদিন তালিবানরা মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলারের রাজস্ব আয় করছেন।

আফগান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী শহরগুলোর সাতটি বন্দরে কাবুল প্রশাসনের বর্তমানে কোনো নিয়ন্ত্রণ নেই।

বিশ্ব সন্ত্রাসবাদের গডফাদার মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই তালিবানরা আফগানিস্তানের দুইশেরও অধিক জেলা বিজয় লাভ করছেন। এ ছাড়াও মুজাহিদিনরা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলো ও জেলাসমূহে উন্নয়ন কাজ শুরু করেছেন।

আফগানিস্তানের বিভিন্ন জেলা শত্রু মুক্তকরণ অভিযানের পাশাপাশি তালেবানরা আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছেন।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | কান্দাহার থেকে ৬৪৫ সরকারী সেনার তালেবানে যোগদান
পরবর্তী নিবন্ধমালিতে ত্রাস ও অপরাধ দমনে চলছে আল-কায়েদার বিশেষ অভিযান