ভারতে অর্থনীতির বেহাল দশায় বেকারদের আত্মহত্যা বেড়েছে ২৪ শতাংশ

0
866
ভারতে অর্থনীতির বেহাল দশায় বেকারদের আত্মহত্যা বেড়েছে ২৪ শতাংশ

অর্থনীতি বিপর্যয়ে ভারতের অবস্থা নাজুক। এর সাথে যুক্ত হয়েছে করোনা মহামারী। এতে বেকার হয়ে পড়েছেন লাখ লাখ যুবক। এদের মধ্যে হতাশ হয়ে অনেকে করছেন আত্মহত্যা। দিন দিন এর সংখ্যা বাড়ছে। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে বেকারত্বের কারণে আত্মহত্যার হার বেড়েছে ২৪ শতাংশ।

দেশটির কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র (এনসিআরবি) দেওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এনসিআরবির দেওয়া তথ্য অনুযায়ী ২০১৬ সালে বেকারত্বের কারণে ভারতে আত্মহত্যা করে ২ হাজার ২৯৮ জন। ২০১৯ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৮৫১ জনে। মধ্যবর্তী সময়ে ২০১৭ সালে ২ হাজার ৪০৪ ও ২০১৮ সালে ২ হাজার ৭৪১ জন বেকার আত্মঘাতী হয়।

এনসিআরবি জানায়, বেকারত্বের কারণে আত্মহত্যার শীর্ষে রয়েছে কর্ণাটক রাজ্য। দক্ষিণ ভারতের ওই রাজ্যে এক বছরে ৫৫৩ জন আত্মঘাতী হয়েছেন। পরের চারটি স্থানে রয়েছে মহারাষ্ট্র (৪৫২), তামিলনাড়ু (২৫১), ঝাড়খণ্ড(২৩২) এবং গুজরাত (২১৯)। ২০১৯ সালে পশ্চিমবঙ্গে আত্মঘাতী হয়েছেন ৪০ জন বেকার।

সূত্র: এবিপি।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলীয় দেশ মরিশাসে গোপনে সামরিক নৌঘাটি নির্মাণ করছে ভারত
পরবর্তী নিবন্ধসিরিয়া | দামেস্কে হুররাস আদ-দ্বীনের বোমা হামলা, আসাদ বাহিনীর ১৯ সেনা নিহত, আহত অনেক