খোলা সয়াবিন তেলের দাম আবারও লিটার প্রতি বেড়েছে ৪ থেকে ৫ টাকা। বাজারে চিনির দামও বেশ চড়া।
সরকারের বেঁধে দেয়া দামে লোকসান হওয়ায় রাজধানীর পাইকারি বাজারে চিনি বিক্রি বন্ধ করে দিয়েছে অনেক দোকানি। বাজারে খোলা সয়াবিন তেল দোকান ও মানভেদে বিক্রি হচ্ছে ১৪১ থেকে ১৪২ টাকা লিটার।
নিম্নমানের পামওয়েলের দামও বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৩৬ টাকা লিটার। বিক্রেতারা বলছেন, চিনি পাইকারিতেই কিনতে হয়েছে ৭৪ থেকে ৭৫ টাকা কেজি। তাই সরকারের বেধে দেয়া দামে বিক্রি করলে গুণতে হয় লোকসান।
বেড়েছে আমদানি করা মসুর ডালের দাম। পাইকারিতেই বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। আগে থেকেই চড়া আটা ও ময়দার দাম। এদিকে, সপ্তাহ দুয়েক আগে সরকারের আমদানির অনুমতির খবরে চালের দাম কিছু কমলেও তা আবারও বেড়েছে।বিক্রেতারা জানান, পাইকারিতেই চালের দাম বেড়েছে।
নিত্যপণ্যের এমন চড়া দামে ক্ষুদ্ধ ক্রেতা বিক্রেতা উভয়ই। ভোগান্তি বেড়েছে জনগণের।