পাকিস্তানের মাহমান্দ ও খাইবার অঞ্চলে দেশটির এক মুরতাদ সেনাকে গুলি করে হত্যা এবং অপর এক সৈন্যকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে পাক-তালিবান (টিটিপি) মুজাহিদিন।
সূত্র অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার, পাকিস্তানের মাহমান্দ এজেন্সির আম্বার সীমান্তে দেশটির এক মুরতাদ সামরিক কর্মকর্তাকে টার্গেট করে হামলা চালিয়েছেন টিটিপির মুজাহিদগণ। অভিযানে মুজাহিদদের গুলিতে “এমআই” কর্মকর্তা মুহাম্মদ জাদা ওরফে “গাদার” নিহত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত অঞ্চলটির খারাই এলাকায় এ হামলার ঘটনা ঘটে, এরপর হামলাকারী মুজাহিদগণ সহজেই ঘটনাস্থল থেকে নিরাপদে সরে যেতে সক্ষম হন।
অপরদিকে আজ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলায় অবস্থিত দেশটির মুরতাদ পুলিশ বাহিনীর ‘পীরদল খেইল’ নামক একটি চেকপোস্টে বোমা বিস্ফোরণ ঘটান টিটিপির মুজাহিদগণ। মুজাহিদিনদের উক্ত ঘটনায় কমপক্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মোহাম্মদ খোরাসানি হাফিজাহুল্লাহ্ পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় হামলার সত্যতা নিশ্চিত করেছেন।