জিহাদে উজ্জীবিতকরণের অভিযোগে মুসলিম প্রকাশনা বন্ধ করল ফ্রান্স

0
1224
জিহাদে উজ্জীবিতকরণের অভিযোগে মুসলিম প্রকাশনা বন্ধ করল ফ্রান্স

ইসলামের বিরুদ্ধে চলমান যুদ্ধের অংশ হিসাবে ক্রুসেডার ফ্রান্স জিহাদে উজ্জীবিতকরণের অভিযোগ তুলে “নাওয়া এডিশন” নামে একটি মুসলিম প্রকাশনা বন্ধ করে দিয়েছে।

ফ্রান্সের ডানপন্থী অভ্যন্তরীণ মন্ত্রী জেরাল্ড ডারমানিন এক টুইট বার্তায় বলে,”আমি ইসলামী প্রকাশনা সংস্থা “নাওয়া”কে বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া শুরু করে দিয়েছি কারণ তারা জিহাদে উদ্ধুদ্ধ করতে বেশ কিছু কাজ করেছে। সংগঠনটির মূলধন ও মালিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।”

ফরাসি প্রশাসন অভিযোগ করে, নাওয়া এডিশনের প্রকাশকদের কর্মগুলো সার্বজনীনতা বিরোধী এবং পশ্চিমা মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে।

নাওয়া এডিশন তাদের ওয়েবসাইটে- ইসলামের আলোকে মানবতা ও রাজনৈতিক জ্ঞানকে উৎসাহিতকরণ; পশ্চিমা বিশ্ব, বিজ্ঞান, আধুনিক রাজনৈতিক মতাদর্শ ও মতবাদ অধ্যয়ন করে এই শাখার পুনর্জাগরণে অবদান রাখতে চেয়েছিল।

এটা স্পষ্ট নয় যে, বর্তমানে অনিয়মিত এই প্রকাশনার ঠিক কোন বইটি ফ্রান্স সরকার জিহাদে উদ্বুদ্ধকরণের কারণ হিসাবে সনাক্ত করেছে।
প্রকাশনাটির ফেইসবুক পেইজের বইগুলি মূলতঃ পবিত্র কুরআন, হাদীস এবং সাইয়্যেদ কুতুবের মতো বিশিষ্ট ইসলামী রাজনীতিবীদদের বই।

ইসলামী প্রকাশনাটি জানায়, তাদের বিরুদ্ধে ফরাসি সরকারের আনীত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক।

নাওয়া এডিশন একটি বক্তব্যে বলে,”যেহেতু মিডিয়া যা বলে আমরা তা বিশ্বাস করি, তাই আমাদের সংগঠন মূলত রাজনৈতিক কারণে বিলুপ্তির হুমকির সম্মুখীন। দুর্ভাগ্যজনকভাবে আমরা ফ্রান্সে সাম্প্রতিক যে ঘটনাবলী এবং ফরাসি সরকারের নির্দেশনা দেখছি, তা স্বতঃস্ফূর্তভাবে ফ্রান্সের নগ্ন রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করে।…আমরা এবং আমাদের হাজারো পাঠক জানে এসব অভিযোগ ভিত্তিহীন।”

উল্লেখ্য, গত বছর ক্রুসেডার ফরাসি সরকার কথিত জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে ফ্রান্সের বৃহত্তম দাতব্য প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। তারা একই সাথে মসজিদগুলো ও ইমামদের উপর ঘৃণ্য আক্রমণ চালায়।

মুসলিমদের দাতব্য বারাকা সিটি প্রধান ইদ্রিস সিহামেদী জানান,”ফ্রান্স সরকার মৌলবাদী হয়ে উঠেছে। আমরা এমন এক আদর্শের মুখোমুখি হচ্ছি যা কেবল ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে লড়তে চায়, ইসলাম ও মুসলিমদের নিয়ন্ত্রণ করতে চায়, মুসলিমদের উপর প্রশাসনিক শাস্তি আরোপ করতে চায়।”

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া | উদ্বোধনের আগেই আল-কায়েদার হামলায় মুরতাদ সরকারের এয়ারপোর্ট ধ্বংস
পরবর্তী নিবন্ধকাশ্মিরে মসজিদ বন্ধ, অন্যান্য উপাসনালয় খোলা