কাশ্মিরে মসজিদ বন্ধ, অন্যান্য উপাসনালয় খোলা

0
872
কাশ্মিরে মসজিদ বন্ধ, অন্যান্য উপাসনালয় খোলা

করোনার দোহাই দিয়ে বন্ধ রাখা হয়েছে কাশ্মিরের মসজিদগুলো। অথচ, অন্যান্য উপাসনালয় খোলে দেওয়া হয়েছে।

গতকাল রোববার পাকিস্তানের জাতীয় একাধিক গণমাধ্যম ও টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে।

করোনা মহামারীর অজুহাতে শুধু মসজিদগুলোর উপর  নিষেধাজ্ঞা সহ্য করা যায় না। সরকার দাবী করেছে করোনা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে। তাই  নিরাপত্তা এবং করোনা ভাইরাসের অজুহাতে উপত্যকার বড় বড় মসজিদ বন্ধ রাখার যুক্তি নেই।

‘অন্যান্য ধর্মীয় উপসনালয় খুলে দেয়া হয়েছে। জনসমাগম হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানও চলছে। তাহলে মসজিদ কেন বন্ধ? তাই পুরো উপত্যকা বিশেষ করে দরগাহ হযরত বিল এবং শ্রীনগর জামে মসজিদ অতিদ্রুত জুমার নামাজের জন্য খুলে দেয়া উচিত।’ সূত্র: ডেইলি পাকিস্তান, ডেইলি জং, জিও নিউজ, জিও টিভি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজিহাদে উজ্জীবিতকরণের অভিযোগে মুসলিম প্রকাশনা বন্ধ করল ফ্রান্স
পরবর্তী নিবন্ধপ্রকাশিত হল আল কায়েদার ইতিহাস নিয়ে লেখা বই ‘শাজারাত মিন তারিখিল কায়িদাহ’