মালি | মুজাহিদদের হামলায় ফ্রান্সের এক স্নাইপার কমান্ডো সেনা নিহত

0
1260
মালি | মুজাহিদদের হামলায় ফ্রান্সের এক স্নাইপার কমান্ডো সেনা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বন্দুকযুদ্ধে এক ফরাসি ক্রুসেডার সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানী সংবাদ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে, বুর্কিনা ফাসো সীমান্তের কাছে মালির গোসি অঞ্চলের এন’ডাকি বসতির নিকট একদল বুন্দুকধারীদের সাথে তীব্র সংঘর্ষ হয় ক্রুসেডার ফরাসি সেনাদের। এসময় অজ্ঞাত বুন্দুকধারীদের হামলায় ক্রুসেডার ফ্রান্সের ৭তম স্নাইপার ব্যাটালিয়নের কমান্ডো “কর্পোরাল ম্যাক্সিম ব্লাসকো” নিহত হয়।

ফরাসি প্রতিরক্ষা বিভাগের জারি করা বিবৃতি অনুসারে,১৯৮৬ সালে জন্মগ্রহণকারী ব্লাসকো ২০১৪ সালে পশ্চিম আফ্রিকায় ফ্রান্সের দখলদারীত্ম টিকিয়ে রাখতে মালিতে মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়।

বামাকো নিউজ সহ মালি ভিত্তিক একাধিক সংবাদ মাধ্যম জানায়, মালির গোসি অঞ্চলটি বর্তমানে আল-কায়েদা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের মজবুত একটি অবস্থানস্থল। ধারনা করা হচ্ছে পূর্বের হামলাগুলোর এটিও আল-কায়েদার সাথে যুক্ত মুজাহিদিনও করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান যুদ্ধে ক্ষতিগ্রস্থ বেসামরিকদের ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমা দেশগুলোকে : তালিবান
পরবর্তী নিবন্ধহেরাতে ৪ অপহরণকারীর লাশ ক্রেনে ঝুলিয়ে দিল তালিবান, অপরাধীদদের জন্য শিক্ষা