ফিলিস্তিনের জেরুজালেমে একটি ফিলিস্তিনি বাড়ি একেবারে গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল।
ফিলিস্তিনি গণমাধ্যম কুদুস নিউজ নেটওয়ার্ক জানায়, গত ৩ অক্টোবর বর্বর ইসরায়েলি বাহিনী বাড়িটি ভেঙে দেয়। এ সময় বাড়িটির মালিক রিজভী নিজ বাড়িতেই ছিলেন। তাঁর ৮ জন সন্তান রয়েছে। স্ত্রী-সন্তানসহ ১০ জন সদস্যের পরিবারটি এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছেন।
গত রবিবার দখলদার ইসরায়েলি পৌরসভা বাড়িটি গুড়িয়ে ফেলার হীন আদেশ দেয়। অতঃপর এইদিনই দখলদার সন্ত্রাসী বাহিনী বাড়িটি গুড়িয়ে দেয়।
এছাড়াও, ইসরায়েলি দখলদার বাহিনী জনসংখ্যাগত ভারসাম্যতা কাটিয়ে ওঠার লক্ষ্যে ইহুদিদের জন্য অধিকৃত পূর্ব জেরুজালেমে অবৈধভাবে শত শত আবাসন প্রকল্প গড়ে তুলছে।
বিপরীতে আরও শত শত ফিলিস্তিনি পরিবারকে ইসরায়েলি দখলদার সরকার জোরপূর্বক বাস্তুচ্যুত ও বাড়িঘর ধ্বংসের হুমকি দিচ্ছে।
অন্যদিকে, গত ২ অক্টোবর পশ্চিম তীরের বেইতা এলাকায় একটি ফিলিস্তিনি রাস্তাও বন্ধ করে দিয়েছে বর্বর ইসরায়েল। পরে রাস্তাটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় তারা। গত কয়েকদিন ধরে রাস্তাটিতে টহল চৌকি বসিয়ে ফিলিস্তিনিদের বাধা দিয়ে আসছিল সন্ত্রাসী ইসরায়েল সেনাবাহিনী। অবশেষে রাস্তাটি গুড়িয়ে দিল তারা।