ইমারতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়ে জমা হল আরও বিপুল পরিমাণ অর্থ

0
1696
ইমারতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়ে জমা হল আরও বিপুল পরিমান অর্থ

দখলদার মার্কিন সমর্থিত প্রাক্তন শাসন কর্মকর্তাদের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার এবং কিছু সোনা তৃতীয় বারের মত অর্থ মন্ত্রণালয়ে জমা করেছে ইমারতে ইসলামিয়ার প্রশাসন।

সেন্ট্রাল ব্যাংক অফ আফগানিস্তান (সিবিএ) এক বিবৃতিতে বলেছে যে, আফগানিস্তানের চারটি প্রদেশের (পাঞ্জশির, খোস্ত, কাবুল এবং লোগার) প্রাক্তন শাসনামলের কর্মকর্তাদের কাছ থেকে অবৈধ নগদ অর্থ এবং স্বর্ণ জব্দ করা হয়েছে। যা অর্থ মন্ত্রণালয়ের একটি বিশেষ ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

এই নগদ সম্পদের সংখ্যা বিবৃতিতে নিম্নরূপ দেখানো হয়েছে:

মোট ছিয়াত্তর কোটি, একশো চৌষট্টি হাজার, তিনশো পঞ্চাশ আফগান মুদ্রা।

-পনেরো মিলিয়ন, নয়শো পঁচানব্বই হাজার, তিনশো সাতাত্তর মার্কিন ডলার (১৫,৯৯৫,৩৭৭)।
-সাত হাজার, চারশো পঞ্চাশ মিলিয়ন ইউরো (৭,৪৫০)।
-ত্রিশ হাজার, তিনশ পঞ্চাশ ভারতীয় রুপি (৩,৩৫০)।
-তিনশত সংযুক্ত আরব আমিরাত দিরহাম (৩০০) এবং একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্।

কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ কেন্দ্রীয় ব্যাংকের কোষাগারে জমা রাখা হয়েছে। যা এখন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে।

উল্লেখ্য যে, পূর্ববর্তী শাসনের পতনের পর এই তৃতীয়বারের মতো ইমারতে ইসলামিয়ার কর্মকর্তারা প্রাক্তন কর্মকর্তাদের বাড়ি ও অফিস থেকে কয়েক মিলিয়ন আফগান, মার্কিন ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রা পেয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকবরস্তান ধ্বংস করে দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে পার্ক বানাচ্ছে ইসরাইল।
পরবর্তী নিবন্ধপ্রত্যন্ত অঞ্চলের সব সমস্যা সমাধানে কাজ করছে আই.ই.এ প্রশাসন: কান্দাহার গভর্নর