প্রত্যন্ত অঞ্চলের সব সমস্যা সমাধানে কাজ করছে আই.ই.এ প্রশাসন: কান্দাহার গভর্নর

0
1853
প্রত্যন্ত অঞ্চলের সব সমস্যা সমাধানে কাজ করছে আই.ই.এ প্রশাসন: কান্দাহার গভর্নর

ইমারতে ইসলামিয়া কর্তৃক নিযুক্ত কান্দাহারের গভর্নর হাজী মোহাম্মদ ইউসুফ ওয়াফা হাফিজাহুল্লাহ্, গত রবিবার গভর্নরের কার্যালয়ে সম্মানিত আলেম, উপজাতীয় প্রবীণ, মারুফ জেলার প্রবীণ এবং যুবকদের সাথে নিয়ে একটি বৈঠক করেন।

বৈঠকের শুরুতে মারুফ জেলার সম্মানিত আলেম, উপজাতীয় প্রবীণ, এবং যুবকরা প্রথমে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বিজয়ে আনন্দ প্রকাশ করেন এবং কান্দাহারের গভর্নরকে অভিনন্দন জানান।

বৈঠকে তারা বলেন যে, অতীতের শাসন ব্যবস্থার দায়িত্বশীলরা মারুফ জেলার উন্নয়নে কোন মনোযোগ দেয় নি। তাই এখন জেলাটিতে শিক্ষা, পুনর্বাসন, স্বাস্থ্য, কৃষি এবং অন্যান্য অনেক ক্ষেত্রে ইমারতে ইসলামিয়ার প্রাদেশিক নেতৃত্বকে মনযোগী হওয়া উচিত। আশা করি আপনার সেবা এবং প্রকল্পগুলি বাস্তবায়নে এখানে কাজ শুরু করবেন।

বৈঠকে উপস্থিত লোকদের কথা শোনার পর, কান্দাহারের গভর্নর হাজী মোহাম্মদ ইউসুফ ওয়াফা হাফিজাহুল্লাহ্ মারুফ জেলার সকল উলামা, উপজাতীয় প্রবীণ এবং যুবকদের স্বাগত জানান। এসময় তিনি সবাইকে লক্ষ্য করে বলেন, ইমারতে ইসলামিয়ার পুরো নেতৃত্ব জনগণের সকল সমস্যা সময়মতো সমাধান করতে দিনরাত কাজ করে যাচ্ছেন।

গভর্নর আরও বলেন যে, তিনি মারুফ জেলা ছাড়াও কান্দাহারের প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন করেছেন, তিনি সব সমস্যা সম্পর্কে অবগত আছেন এবং প্রথম পদক্ষেপ হিসেবে তিনি প্রথমে প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ, খরা এবং অর্থনীতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন করবেন। মানবিক সাহায্য বিতরণ করবেন এবং তারপর ধীরে ধীরে আরো সেবা প্রদান করবেন।

বক্তব্য শেষে প্রাদেশিক গভর্নর জেলার উলামা, উপজাতীয় প্রবীণ, এবং যুবকদের আশ্বস্ত করে বলেন যে, প্রাদেশিক প্রশাসনের পক্ষ থেকে তারা এই সব সমস্যা সমাধানে একসাথে কাজ করবেন।

IMG-20211011-213549-304
IMG-20211011-213555-435
IMG-20211011-213558-839
IMG-20211011-213602-113
IMG-20211011-213610-314
IMG-20211011-213612-775

তথ্যসূত্র :
——–
১। প্রত্যন্ত অঞ্চলের সব সমস্যা সমাধানে কাজ করছে IEA প্রশাসন – https://t.me/AAGTRK/11558

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়ে জমা হল আরও বিপুল পরিমাণ অর্থ
পরবর্তী নিবন্ধকাশ্মীরে অজ্ঞাত যোদ্ধাদের গুলিতে ৫ ভারতীয় সেনা নিহত