বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ভারতের ত্রিপুরায় সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলা করেছে উগ্র হিন্দুত্ববাদী দল। হামলার সময় তারা গেরুয়া পোশাকে ও হাতে তরবারি উঁচিয়ে মুসলিম বিরোধী স্লোগান দিতে থাকে। মুসলিম বিরোধী এই আন্দোলন বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ব্যনারে পরিচালিত হয়।
এসআইও (স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন) এর একজন সহযোগী শফিকুর রহমান জানান যে এই হিন্দুত্ববাদী দল কমপক্ষে ৬টি মসজিদে হামলা চালায়। উদয়পুরের গোমতি জেলার মহারাণী এলাকার একটি মসজিদে অগ্নিসংযোগ করা হয়। কৃষ্ণনগর, পানিসাগর, ধর্মনগর, চন্দ্রপুর এর মসজিদগুলোতে ব্যপক ভাংচুর চালানো হয়।
এই উগ্র হিন্দুত্ববাদীদল মুসলমানদের মসজিদে আগুন দিয়েই ক্ষান্ত হয় নি বরং তাদের ঘর-বাড়ি এবং দোকানপাটেও ভাংচুর চালায়।
তথ্যসূত্রঃ
১. Maktoob Media- tripura-statewide-attacks-on-mosques-houses-of-muslims-during-rally-against-bangladesh-violence https://tinyurl.com/aw54t67x
২. Free Press Kashmir- mosques-muslim-houses-attacked-by-hindutva-groups-in-tripura-after-targetting-of-hindus-in-bangladesh https://tinyurl.com/56h2zhw4
৩. ইউটিউব ভিডিও লিংকঃ https://tinyurl.com/mfkwnbds
৪. ফেইসবুক ভিডিও লিংকঃ https://tinyurl.com/52b8x9jm