পাকিস্তানের ওয়াজিরিস্তানে দেশটির গাদ্দার সামরিক বাহিনীর উপর ২টি পৃথক হামলা চালিয়েছেন টিটিপির মুজাহিদগণ। এতে ১ পুলিশ ও ২ সেনা সদস্য নিহত হয়েছে।
পাকিস্তানের গাদ্দার সেনাবাহিনী “আইএসপিআর” এর এক বিবৃতি অনুযায়ী, গত ২৩ অক্টোবর উত্তর ওয়াজিরিস্তানের মীরানশাহ এলাকায় পাক-তালিবানের খোঁজে অভিযান চালায় মুরতাদ সেনাবাহিনী। এদিকে এলাকাটিতে সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে পাল্টা আঘাত হানেন টিটিপির জানবায মুজাহিদিনও।
দুইপক্ষ্যের মাঝে গুলি বিনিময় শুরু হলে তালিবানদের হামলায় গাদ্দার সেনাবাহিনীর কমান্ডারসহ ২ সেনা সদস্য নিহত হয়।
এমনিভাবে গত ২৪ অক্টোবর রাতে ডেরা ইসমাইল খান জেলার ক্যান্ট এলাকায় পাক-তালিবান মুজাহিদদের গুলিতে টহলরত এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
দেশটির ডলারখোর পুলিশবাহিনী থেকে জানানো হয়েছে, কনস্টেবল ইকরামুল্লাহ ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। তখন পথে মোটরসাইকেলে আরোহী দুইজন বুন্দুকধারী তার উপর গুলি চালায়। এতে সে নিহত হয়।
সূত্রটি আরও জানিয়েছে যে, গুলি চালানোর পর হামলাকারী টিটিপির মুরজাহিদগন কনস্টেবলের কালাশনিকভ এবং মোটরসাইকেলটিও সঙ্গে নিয়ে যান।