পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে দেশটির গাদ্দার সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালানো হয়েছে। এতে হতাহতের খবরও রয়েছে।
পাক-তালিবান সূত্রগুলো জানিয়েছে, গত ২৩ অক্টোবর সন্ধ্যায়, ওয়াজিরিস্তানের গারিওম সীমান্তে অবস্থিত পাকিস্তানের গাদ্দার সেনাবাহিনীর দুর্গে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি দুর্গের দেয়ালে আঘাত করে এবং অন্য ক্ষেপণাস্ত্রটি সরাসরি দুর্গের ভিতরে গিয়ে আঘাত করে, যার ফলে দুর্গের দেয়াল ভেঙে দুর্গের অনেকাংশ ধ্বংস করে দেয়। সেই সাথে ভিতরে উল্লেখযোগ্য সামরিক সরঞ্জামাদি ধ্বংস হয়। এছাড়াও এই হামলায় বেশ কিছু সেনাও হতাহত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে তালিবান সূত্রগুলো।
দীর্ঘদিন ধরে পাকিস্তানের সীমান্ত এলাকায়গুলোতে কাতুশা ক্ষেপণাস্ত্র ব্যবহার করছিল পাক-তালিবান। তবে এবার নতুন করে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালাতে শুরু করেছেন। পাক-তালিবানের এই হামলা এটাই প্রমাণ করছে যে, সম্প্রতি তাদের নিকট নতুন ধরণের অনেক ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মুখপাত্র মুহাম্মদ খোরাসানি হাফিজাহুল্লাহ্ এক বিজ্ঞপ্তিতে এই হামলার সত্যাতা নিশ্চিত করেছেন।